ওহ! প্রেমের কথা, সে তো দরিদ্রের মানায় না,
হয়তো কোন কল্পনা, নয়তো রূপকথার গল্প!
নির্যাতিত বক্ষে দুমুঠো অন্নের সন্ধান, শত আছাড়,
কখনও জুটে না খাবার, আবার কভু সেদ্ধ ভাত অল্প!


সহসা ওলাওঠা হয়, তবু কোন মান অভিমান নেই,
বৃদ্ধ মাতা পিতার তরে যুদ্ধ, শুধু দুমুষ্ঠি খাবারের দায়!
ভুলে যাওয়া জীবনের সংজ্ঞা, কোন লাভ ক্ষতি নেই,
বাঁচার অংক কষা দিনরাত, যোগ বিয়োগ শেষে কি ওরা প্রেম পায়??


শীতের কুয়াশামাখা রাত, কিংবা গ্ৰীষ্মের প্রখর রোদ,
আপন আর্তনাদ, কভু বেদনার অশ্রু জলে সিক্ত হৃদয়!
রোদ বৃষ্টিতে উন্মাদ আহ্বান, কষ্টের সাথে কথা বলা,
জানি না ওদের কাছে প্রেম দিয়েছিল কি কভু পরিচয়!!


রাক্ষুসে জীবন ধারণে ওদের হয়তো কোন আয়োজন নেই,
কারো অন্ন গ্ৰাস করে না, হয়তো নেই কোন অভিলাষ।
আশার নেশায় আসক্তি নেই,  শুধু পথচলা একাকী,
প্রেম ছাড়া কঠোর নিজন্ত, যেন বর্বরতার ইতিহাস!


************ **************