ব্যস্ত নগরীতে বসে আনমনে নিজেকে দেখি,
ঘৃণার হিমেল হাওয়ায় ভালোবাসা কাতর দুটি আঁখি।
যন্ত্রণা বুকে আঘাত করে অবিরত, মানুষের সংখ্যা গুনি,
পৃথিবী যদি মানুষের হয়, তবে কারা খুনি?


মা - বোন যখন ধর্ষিত হয়, পুরুষ ভেবে আঁতকে উঠি,
দুচোখ বেয়ে অশ্রু ঝরে, ঘৃণা ভালোবাসা করে খুনশুটি।
তবু উল্লাসে বেঁচে রই কত মন্দির, মসজিদ বানাই-
এদের বিচার কবে হবে? কেউ কি ভেবেছে ভাই?


অনাহারী যখন ক্লান্ত দেহে পড়ে রয় কেউ খোঁজেনি,
শ্রেষ্ঠ হতে ব্যস্ত শহর, মানুষ হতে কাউকে দেখিনি!
হাজার বছরের রক্ত পৃথিবীর বুকে, কত অভিমান,
মানুষ খুনি হয়েছে, হিংস্র পশুরা আজ হয়েছে মহান।


আলোর সন্ধানে প্রতিদিন, অযাচিত আঁধার নেমে আসে,
ভালোবাসা সে কবেই মরেছে, মানুষ হয়েছে রাক্ষুসে।
স্বপ্ন দেখি প্রতিদিন হয়তো পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে,
ঘৃণা নয় ভালোবাসা দিয়েই মানুষ মানুষকে কাছে নেবে।


**********""""""""""**********
সমাইরকোনা, হাইলাকান্দি (আসাম-ভারত) ৭৮৮১৫৫