——— তোমার জন্যই———


প্রভু হে! মিনতি তোমার পায়, বলি কাতর স্বরে,
আমাকে কষ্ট দাও, মোর আপন মানুষকে সুখ দাও ভরে।
আমাকে পাগল সাজিয়ে তাকে করেছো আড়াল,
সুখের সাগরে ভাসাও তাকে সকাল কিংবা বিকাল।
পাপের বোঝা মাথায়, তবু বন্ধ করো নি আহার কভু,
দুঃখ আমায় দিয়ে সাজাও তার সুখের সংসার, হে প্রভু!


প্রভু হে! হাসিখুশিতে মেতে থাকতো যে কোমল প্রাণ,
আজ কেনো দুঃখ দিয়েছো ভরে, করো তাকে পরিত্রাণ।
জানি সে পথ বন্ধ, আসবে না আর সে যে আমার বুকে,
একটি জীবন দিলে, তাতেও সুখের নামে ভরিলে দুঃখে।
আমার জীবন দুঃখের হোক্, ওর সুখটাই আমি চেয়েছি,
কেউ দেখেনি, গোপনে তোমার কাছে অনেক কেঁদেছি।


ভালোবেসে কেউ পাগল হয়েছে কিংবা হয়েছে মাতাল,
আমার স্থান পাগলেই হোক, কিংবা হোক মৃত্যুর মশাল।
আমি যদি মরেও যাই, জানি সে দুঃখ আর তোমার নয়,
তোমাকে ভালোবেসেছি তাই তোমার সুখটাই যেন হয়।
আমি তোমায় কষ্ট দিয়েছে অনেক, ক্ষমা করে দিও,
আমার মৃত্যু কামনা করবে হে আমার প্রাণপ্রিয়।


********"""""""***********