স্বপ্নরা এলোমেলো, নৈঃশব্দ্যের আড়ালে,
নিশার স্বপন চাঁপা পড়ে সুদূর সকালে।
বেঁচে থাকার লড়াই আর মৃত্যুর সংকীর্ণতা,
প্রাণের আজকাল অনুভূতি নেই শুধুই জড়তা।


পৃথিবী কঠিন যাত্রাপথে, শুধু অমানুষের ঢল,
মানবতা বিদায় নিয়েছে, পেশী শক্তি কেবল।
একটু প্রেমের সন্ধান, যন্ত্রনাদগ্ধ হৃদয় বিপাকে,
মৃত্যুর কান্না অহরহ, প্রহর গুনা পরম শোকে।


একই পথে হাসি-কান্না, মমতার নেই তফাৎ,
বৃথা অন্বেষণ, পৃথিবী কবেই করেছে আত্মসাৎ।
অত্যাচারের প্রগতি, বিবেকের মৃত্যু দিন প্রতিদিন,
আলো আঁধার একাকার, হৃদয় মমতা বিহীন।


নিজেকেই দেখি প্রতিদিন অবিশ্বাস্য যন্ত্রনায়,
সকালের আলো অকালে হারায় ধূসর ধূলায়।
ঘৃণা মমতার পরখ নেই, কলির সন্ধ্যা আসছে নেমে,
বাকরুদ্ধ পৃথিবী না জানি কখন যায় থেমে।

             ********""""**********
সমাইরকোনা, হাইলাকান্দি (আসাম-ভারত) ৭৮৮১৫৫