যে মাটিতে জন্ম মোড়ে
সেই মাটি সর্গের সমান।
ভুলিতে পারি না আমি ,
মাটির গন্ধ,বাতাস,মনোরম দৃষ্ঠ ।
জেগে ওঠে পূজায় মানুষের সমাগম ।
পারিনা ভুলিতে আমি ,
এই মাটিকে রে ।


কি করে যাই ভুলে
অতি ভরে জেগে ওঠে দেখি
সূর্য উদিত পুব আকাশে ।
জেগে উঠিল কোকিল ,ববিই
প্রভৃতি পাখির ডাক ।
কি করে ভুলে যাই সেই ডাক
পারিনা ভুলিতে আমি পাখির সেই ডাক ।


কেমনে ভুলিব সেই সবুজ মাঠ
মাঠে বেরিয়ে দেখি
সবুজ ঘাসে ভরা মাঠ ।
সবাই আপন কাজে ব্যস্ত
লাঙ্গল নিয়ে যায় ,চাষি ভাইরা
মাঠে চাষ করিতে
শুধু আমি রোই বসে ।
কি করে যাই ভুলে
পারিনা ভুলিতে আমি এই দবুজ মাঠকে ।


কি করে যাই ভুলে
ফুলে ভরা বাগিচাকে ।
নানা গাছে ভরা বাগিচা
নানান ফুল ধরেছে গাছে
পৃথিবীকে রাঙিয়ে তুলেছে
নানা রঙ বিরঙ দিয়ে ।
ভ্রমণ গান করে
ফুলকে দুলিয়ে রাখে।
ফুল নিজ মধু দেয়
ভ্রমণ কে আনমনে ।
কি করে যাই ভুলে
পারিনা ভুলিতে আমি
সেই ফুলে ভরা বাগিচাকে ।


তাইতো আমার মনে জাগে
যে মাটিতে জন্ম আমার
যেন সেই মাটিতে মরণ ।
কি করে যাই ভুলে
পারিনে ভুলিতে ,এই মাটিকে রে।