আজ এই সাধের ভবের দুনিয়া
ভিড় জমেছে ভিড় জমেছে
দেখবি কে কে আই ।
ভিন্ন রঙে ভিন্ন রূপে
সাজিয়ে তুলেছে এই দুনিয়াকে ।
রং বিরঙ্গের খেলা
হাসি কাঁন্নার মেলা
কেউ হবে পার কেউ কিনারায়
কেউ ভাবনায় অচ্ছাদিত
কেউ ভাবনা বিহীন
কেউ শুধু চলতে থাকে
তো কেউ তাকিয়ে রই
এই দুনিয়ায় আর কিছু নয়  
কেউ হবে রাজা.........কেউ গরিব
কেউ হাসিবে কেউ কানিবে
কারো কারো মনে
নাই হাসি নাই কাঁন্না
সারা দিন সারা বেলা
রোই বসে একলা...........
ভিড় জমেছে ........
দেখবি কে কে আই
এই ভবের দুনিয়ায়
আর যে কিচ্ছু নাই এই দুনিয়ায়।