শান্ত হও,শান্ত হও,ওহে করোনা,
শান্ত করো পৃথিবীর জীবকে।
আর কত করবে খেলা
এলো না কি বিশ্রামের বেলা ।
পৃথিবীর আজ যত জিব
সবারি মুখে যে তোমারি নাম।
তুমি ছাড়া নাই যে, অন্য কিছু আর।
তোমার কি দোয়া মায়া কিছু হই না
সবাই এত করে ডাকে
তবু তুমি দাও না সারা ।
কোনো জিব যদি কাওকে বার বার ডাকে
সে অবশ্যই সাহারা দিবে।
তোমার কাছে যাই না কি বার্তা?
জীবের কঠোর ক্রন্দন কণ্ঠ ধনী।
আর নয় ,এবার শান্ত হও
সজিব করো পৃথিবীর জীবকে
করি কর জোরে প্রার্থনা ,করো রশক্ষা।