কাছাকাছি থেকেও একে অপরকে কখনো
জড়িয়ে ধরতে পারি নি,
মাঝে কাঁটাতারের মতো বাঁধা ছিল বলে।
যখনই কাটতে চেয়েছি,
শুধু রক্ত ঝরেছে।


একটা চিঠি পাঠিয়েছিলাম শখের কবুতরটার পায়ে বেঁধে,
সেটা আর ফিরে আসে নি।
সীমান্ত লঙ্ঘন করেছিল বলে মরেছে,
চিঠিটাও মরেছিল সেদিন লাল রক্ত মেখে।


শুনেছি, আজকাল অনেকে অনেকভাবে নাকি শহীদ হয়।
কিন্তু, আমি যে ব্যবচ্ছেদের কাঁটাতারে
অশ্রু দিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করি,মনকে পঙ্গু করি,
তাকে তুমি কি ডাকবে?
নাকি করুণা দেখাবে?


এখন সামান্য ময়লা চাদরে
অনেক ভালবাসা ঘাসের মতো জন্মায়,
শুধু তুমি সেখানে চোখ বুজে ঘুমাতে পারো না বলে,
আমারই করুণা হয়।