প্রথম যেদিন দেখেছিলাম তোমায়
পড়তে যাওয়ার ছলে,
আমার এ মন দিয়েছিলাম তোমায়
সকল কিছু ভুলে।
সকলই ভুলিয়া তোমারই প্রেমে
হয়েছিলাম আমি অন্ধ,
তোমাকে ভাবিয়া দিবানিশিতে
লেখেছি প্রেমের ছন্দ।
তোমারে লইয়া বাচিবার তরে
জীবন করিলাম ক্ষয়,
আজ কেন তবে বলিতেছো তুমি
করেছো অভিনয়?
তোমারই কারণে দুই আখিতে
করুণ অশ্রু ঝরে,
সকাল সন্ধ্যে বিরহ ছন্দে
তোমায় মনে পড়ে।
ওরে অভাগী মন বিবাগী
বলিয়া তোরে যাই,
মৃত্যুর সময় তোমার কোলে
দিও একটু ঠাই।
ওরে সর্বনাশী তোরে বড়ই ভালোবাসি
তুই এই দিলি তার প্রতিদান?
যতক্ষন আমার এ দেহে
আছে প্রান,
দোহাই আমার ভালোবাসা কে
করিস না অপমান।