বসে ভাবি চুপচাপ প্রতিদিন —


হয়তো কোথাও একইভাবে বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস


ভেসে যাচ্ছে মেঘ তোমার শহরেও


কোন এক বারান্দার দড়িতে ক্লিপে আটকানো


তোমার গায়ের গন্ধ মাখানো হাফ হাতা সাদা টি শার্ট।


আর এখানে পুড়ে যাচ্ছি


তোমার গোপন-গভীর প্রণয়ের তাপে ।।


বসে ভাবি চুপচাপ প্রতিক্ষণ —


কি করে বেয়াড়া স্বপ্নগুলো বাড়ন্ত হয়ে উঠে


উঁচু দালানের কার্নিশ আর কনক্রিটের দেয়াল বেয়ে


কিভাবে আবেগের জোয়ারে পিছুটান যায় ভেসে


কতবার তোমার চিবুক স্পর্শ করি কল্পনায়-
হাত ধরি স্বপ্নে


সবকিছু ছাপিয়ে তোমার মুখ স্বস্তি আনে মনে ।।


হঠাত যেন নিশুতি রাতের শব্দহীনতায় সম্বিত ফিরে পাই


পাপপুণ্যের উষ্ণতায় হাতড়ে বেড়াই অবোধের মত


সব শেষ যা বুঝতে পারি বহুদূরের মানুষ তুমি-
বহুদূরের আমি


আর সেটা সহজে মেনে নিতে গিয়ে ভেঙে যাই,


নিজেকে জোড়া লাগাই,


আবার ভেঙে ..!!