তোমার ফেরার অপেক্ষায় কি এক অদ্ভুদ আকর্ষণে
অরণ্য-সাগর,আকাশ-পাহাড়, মহাদেশ
অতিক্রম করে ফেলি পলকে
প্রায় মৃত একটি নদী অসাড় পড়ে থাকে
সযতনে, সংগোপনে দুজনার মাঝ খানে।।


চাইলেই কি মুছে ফেলা যায় স্পর্শ দাগ!
দীর্ঘশ্বাস, অধরা বিষাদ-অফুরান শূন্যতা সঙ্গি করে
পড়েছি বিষন্নতার কাজল।


মৃত্যু অনিবার্য হবে যেদিন
কথা আছে কিন্তু যাবো একসাথে,
সোনালি বৈভব ফেলে ধুলোবালি মেখে
মিশে যাবো নেই এর সাথে।।


যদি বলি--সময় হয়েছে চলো রওয়ানা দি
ভেবে দেখো আবার যাবে কিনা অধমের সাথে?
থেকে যেতে চাও?
থাকো তবে--
আমি চলে যাই কেবলি চলে যাই একলা নির্জনে।।


তোমার সাথে মেঘরোদ্দুর লুকোচুরির অবসান শেষে
অন্ত্যেষ্টিক্রিয়াই হবে আমাদের অলৌকিক ফুলশয্যা।