এই শহরে ডাক নামতার বৃষ্টি হয় না
তবুও আমরা রোজ ভিজে যাই...
তুমি আমি থাকি যোজন যোজন দূরে
তাই হয়না আমাদের বৃষ্টিতে যৌথস্নান
ইচ্ছেরা সব ভিজে যায়, আর্দ্র হয় চোখ-
হৃদয় মাটিতে তোমার অদৃশ্য স্পর্শগুলো
বাষ্প হয়ে ভাসতে থাকে ফাগুন হাওয়ার প্রতীক্ষায়
সময় অসময়ের কথারা সব জমতে থাকে নিভৃতে মৌন জানালায়।
চাতক চোখ কেবল তোমাকেই খুঁজে ফেরে,
চেনা পথের অলি-গলি থেকে সমস্ত শহরে।
দেনা পাওনাবিহীন এক বেহিসেবী আকাশে
অযুত অচেনা মুখের ভীড়ে একটি প্রিয় মুখ,
পেন্ডুলামের মতো দোলে কার্নিশে বারবার।
মনের স্যাঁতস্যাঁতে অনুভূতি গুলো
শ্যাওলা জমে থাকা আঙুলের কড়ে এসে জড়ো হয়।
অস্পর্শ অনুভবে ভিজে যায় মনের কুঠরীতে আবদ্ধ অদেখা স্বপ্নগুলো।
আমার শহর আজ তোমায় দিলাম
আমার শতদল মেঘ তোমায় দিলাম
আমাদের জমে যাওয়া ঋণ শোধরাতে
তুমি আমি মিলে এসো এক হই একবার
পরস্পর পরস্পরের মাঝে হারাবো সেদিন
স্বতন্ত্র হয়ে ফিরবোনা কোনদিন আর...