কোন এক বসন্ত দিনে
আমাদের দেখা হয়েছিল।
আমাদের প্রেম হয়েছিল।
সে কথা বলা হয়নি।
বলা হয়নি ভালবাসার অযুত বসন্ত
বুকের ভেতর বয়ে বেড়াই,
শুধু তোমার জন্য আজন্মকাল
আমাদের প্রেম হয়েছিল
ফাগুন হাওয়ার মত,
অজস্র না বলা কথার ঝড়ো বৃষ্টিতে।
সে কথা বলা হয়নি।
বলা হয়নি কৃষ্ণচূড়ার রঙে
এ হৃদয় কেবল তোমাকেই আঁকে
ইচ্ছেমতন যখন তখন।
আমাদের প্রেম ছিল
এক বিকেলের গোধূলী আভার মত,
বিষন্ন সন্ধ্যায় মিলিয়েছিল তারার মিছিলে আমাদের প্রেম ছিল শান্ত দীঘির মত
আমি দেখেছি তোমার চোখে
আর তুৃমি আমার চোখে
সে কথ বলা হয়নি।
তোমার আর আমার প্রেম ছিল
মানচিত্রের দুই প্রান্তের মত অকারণ বিচ্ছেদে।
তোমার আমার প্রেম ছিল পাহাড়ের মত স্থির, স্তব্ধ, নিরব--- অকারণ শূন্যতায় বুকের ভেতর।
সে কথা বলা হয়নি।
বলা হয়নি, এক বিকেলে হঠাৎ উড়ে আসা
স্বপ্নগুলো রোজ ভাসে চোখের আয়নায়।
এরপর আবার বসন্ত এলো, চলেও গেলো
আমাদের আর দেখা হলো না
সে কথা আর বলা হলো না।
কোন এক বসন্ত দিনে আমাদের দেখা হয়েছিল,
আমাদের প্রেম হয়েছিল,
আর সেই বসন্ত দিনেই আমাদের বিচ্ছেদ হলো।