তুমি যেখানে খুশী যেতে পারো,
যেতে পারো,
কোন অচেনা ঠিকানায়,
কোন একাকী পাহাড়ের চূড়ায়,
নিঃসঙ্গ বালুকা বেলায়,
অথবা ;
অথৈ সাগর নীলে
আমি কিচ্ছু বলবো না।
হয়তো ;
হারাতে পারো নিঝুম অরণ্যে
উদাসী হাওয়ার মত।
দিক ভুল করে বয়ে যেতে পারো,
অপেক্ষায় থাকা কোন
প্রেমিকার হৃদয় আঙিনায়।
বসে থাকতে পারো
প্রিয় কারো মুখোমুখি
আলোছায়াময় কোন এক
আসন্ন সন্ধ্যায়।
ইচ্ছেমত ঘুরে বেড়াতে পারো
প্রজাপতি হয়ে
সুবাসিত কোন ফুলের বুকে।
জোছনার কোলে আঁধার ঢেলে
হতে পারো কৃষ্ণ পক্ষ রাত
হঠাৎ হাসিতে কাঁচের টুকরোর মতো
ভেঙেও পড়তে পারো,
কোন এক জনের কথায়।
আমি কিচ্ছুটি বলবো না!
শুধু,
হারিয়ে যাবার আগে;
আমার আকাশ থেকে
একমুঠো জোছনা পুরে নিও
তোমার বুকপকেটে।