ক্লান্ত সূর্যটায় অনেক স্নিগ্ধতা
জানো?
তা হয়তো আমার জন্য
হয়তো তোমার জন্য
আমি যাকে বলি
আমাদের !!!
নীল পাখি,
তুমি আসবে কি!
আসবে না!
সূর্য যখন ক্লান্ত হবে,
বিসর্জনে বিদায় নিবে পশ্চিমে
সে লগ্নে?
আসবে না তুমি!
চন্দ্র আলোকিত হয় কি সে
জানো?
সূর্যের নিকট আলো প্রাপ্তিতে।
যখন চন্দ্রে আলো আসে
সে ক্ষণ টাকে রাত্রি বলা হয়।
নীল পাখি,
তুমি আসবে না!
সেই রাত্রিতে?
চন্দ্রের বিচ্চুরিত আলো গায়ে মেখে
জোছনা বিলাসে ভাসবো দুজনে
আসবে কি নীল পাখি!
ভাসবে না আমার সাথে?
নীল পাখি,
আমি অপেক্ষায় থাকবো
এক বিকালের শেষ ভাগে
ক্লান্ত সূর্যের স্নিগ্ধতায়
নদীর ধারে কাশবনে.........
জানো নীল পাখি!
আমি কিন্তু থাকবো অপেক্ষায়
চন্দ্রের বিচ্চুরিত আলোতে
জোছনা বিলাসে
থাকবো আমি তোমার অপেক্ষাতে......