ইচ্ছে হলেই ছুঁতে পারো
হাত বাড়িয়ে সান্নিধ্যের ভ্রুণ।
স্পর্শটুকু নাও, বাকী সব চুপ।
কিছু স্বচ্ছতা কাগজে লেখা থাকে,
তারপরও অনুক্ত থেকে যায় অনেককিছু।
ছেঁড়া পৃষ্ঠা উড়ে যায়, না লেখা পৃষ্ঠাও ওড়ে
উড়তে দাও, আর বাকী সব ঘুম।
হিমাদ্রি শিখর থেকে ঝু্কে পড়া
জলপ্রপাতের কান্নার সুর
অন্তরের গহীন ভিতর একা,
কেবল শব্দগুচ্ছ আছে,
আর সব চুপ।
জেগে থাকা দেবদারু বন,
ঘুমন্ত কোকিলের নিস্তব্ধতা,
শূণ্য সময়ের ঘড়িতে টিক টক
নিভৃত লীন তোমার প্রহর.…
আর বাকী সব চুপ।
ভোর আসে শালিকের গানে
ঘাসের বুকে শিশিরের হিম
বেলা শেষে ভুল করা কোন ছেলেমানুষী ডাকে হঠাৎ
সিক্ত তোমার হৃদয় বন্দর..
ধুক ধুক, আর বাকী সব চুপ।
নীলিমার হিম থেকে খসে পড়ে রূপের কিরীট
কত শতাব্দীর জলে ধু্যে যায় স্মৃতি,
কবেকার উষ্ণ প্রসবন...
তুমি শুধু স্পর্শটুকুই নাও
আর বাকী সব চুপ।