যদি কোন বৈশাখে
তোমার আমার দেখা হয় ,
একগুচ্ছ কাঁচের চুড়ি চাই তোমার কাছে।
লাল টকটকে কাঁচের চুড়ি।
চাইবো যত্ন করে পড়িয়ে দাও আমার দুটি হাতে।
রিনরিনে শব্দে ভালোবাসার নদী আঁছড়ে পড়বে এ বুকে।
যদি কোন বর্ষা সাথে নিয়ে আসো আমার কাছে
দেখা করবে বলে,
তবে একটা বেলী ফুলের মালা সাথে এনো
আলতো করে গুজিয়ে দেবে বলে আমার এলো চুলে।
তারপর নাক ডুবিয়ে বিভোর হবে তার সুবাসিত সৌরভে।
যদি শরতের দিনে আসো;
মুঠো ভর্তি এক আকাশ নীল
কাঁশফুলের মিছিল নিয়ে
সাজাবো বুকের প্রান্তর
আবেশে শুদ্ধ হবো, শুভ্র হবো
নিদারুন সুখে।
যদি শীতল চাদরে মোড়ানো দিন চলে আসে কাছে,
তবে কিছু শিশির কুড়িয়ে এনো
আমি মাখবো সারা গায়ে
সবুজ ঘাসের মতো।
আর তুমি শুষে নেবে সব টলমলে জল
ঐ উষ্ণ অধরের হ্রদে।
আর যদি তাও না আসো
তবে কথা দাও বসন্তে তুমি আসবে ফিরে,
আবার কোন এক শেষ বেলার গৌধূলীতে
কৃষ্ণচূড়ার আবির মেখে,
হৃদয়ের সব টুকু লাল
বুকে ধারন করে
ভাসাতে আমায়
ভালোবাসার গভীর আবেশে।