কি করে সরিয়ে রাখবে নিজেকে!
আমার কাছ থেকে?
কি করে বিরত রাখবে তোমাকেই
আমাকে ভালোবাসা থেকে!
রক্তকণিকা হয়ে মিশে যাচ্ছো
শরীরের প্রতি প্রান্তে
হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে
অক্সিজেন হয়ে বিশুদ্ধ বাতাসে
যাচ্ছো মিশে এক নিমিযেই
কি করে পারবে থামাতে
এই প্রবাহমান স্রোতে ভাসাতে!
দিনের শুরু থেকে রাতের শেষে
শুভ সকাল হতে শুভ রাত্রি তে
দিনমান থাকছো জড়িয়ে
অবিরাম ভালোবাসাতে
কি করে থাকবে দূরে
এই আমার কাছ থেকে!
কাছে এলেও তুমি
দূরে গেলেও তুমি।
অস্তিত্বের অনুরণনে তুমি শুধুই তুমি
অনুভবের ভেলায় চেপে
উড়ে বেড়াও, ঘুরে বেড়াও,
ভেসে বেড়াও, ছুটে বেড়াও
প্রতি মূহুর্তে, প্রতিক্ষণে
সারাটি প্রহর জুড়ে।
কি করে পারবে ফেরাতে নিজেকে
আমার মায়া থেকে!
কি করে বিরত রাখবে নিজেকে
আমাকে ভালেবাসা থেকে!