সে কথাটি আমি তোমাকেই বলি;
শুধু সঙ্গোপনে।
যে কথাটি কেউ কোনদিন
জানবে না কোনক্ষণে।
আমার মনের গোপন গহীনে,
গভীরে ভাস্বর প্রত্যয়ী।
আছে এক প্রিয় পাখি;
অচঞ্চল আপন ভুবনে।
অনতিদূর কৈশোরের সে পাখি; -
সমন্বিত শূন্যতায় যেন -
অবিরাম অকূলে ভেসেছে।
অবিচল দিগন্তে নিঃসঙ্গ নির্স্বগে,
দেখেছে প্রজ্জ্বলিত বহ্নিশিখা-
অনুগামী অশান্ত ডানায়।
প্রচ্ছদ পটে ছায়াঘন বাঁশবন,
আর তরঙ্গ-মধুর কাজল বিলের
নীল উপকূল;
তার বুকে সুখের পূর্ণিমা,
চোখে স্বর্গের আশ্বাস ;-
নীড়হারা ক্লান্ত সে পাখি ---
পেয়েছে কাঙ্খিত আবাস।