অন্ধকারের অন্ধকার ছুঁয়ে
সমস্ত গ্রহে আলোর উৎসব
কেবল তুমিই পারো জাগাতে।
রাত জাগে প্রজ্জ্বল নক্ষত্রপুঞ্জ
নিমগ্নতায় একাকী প্রহর
এক স্বর্ণালি ভোরের অপেক্ষা
কেবল তুমিই পারো রাঙাতে।
অমাবস্যার ঘোর কেটে
পূর্ণ চন্দ্রের অবগাহনে
কখনো কখনো গ্রহণ লাগে-
শুধু তোমারই কারনে।
হৃদয় সমুদ্রে জোয়ারভাটা
ভালোবাসার ময়ুরপঙ্খীতে
কেবল তুমিই পারো ভাসাতে।
এই নির্লিপ্ত অনাসক্ত জীবনের
জলশূন্য অস্তিত্বে একটা শ্রাবণ
কেবল তুমিই পারো এনে দিতে।