কোন কিছুতেই এখন
অনুতাপ করিনা আমি
অভিমানও করি না আর।
যা পেয়েছি অথবা যা পাইনি
সে সব কিছুই আমার নয়
হয়তো ছিলোও না কোনদিন।
ঝেড়ে ফেলেছি সব
হয়তো গিয়েছি ভুলেও
তাই কোন কিছুতেই এখন
আর অনুতাপ করি না আমি
পিছনে ফিরে তাকাতে নেই
অতীত শুধুই অতীত
তাকে নিয়ে ভাবতে নেই।
স্মৃতির আগুন জ্বেলে প্রতিনিয়ত
দগ্ধ হবার পালা
তাকে পেছনে ফেলে এসেছি।
সেখানে কিছু সুখের প্রহর জলাঞ্জলি....
আমার জ্বালা
আমার সুখ
আমার প্রেম
ছেড়ে এসেছি চিরদিনের জন্য
আবার শুরু করবো শূন্য থেকে।
আমি তার আকাশ থেকে
গুটিয়ে নিয়েছি ছায়া।
পৃথিবীর প্রকান্ড বলয়ে
খুঁজে নিয়েছি আপন কক্ষপথ।
না, কিছু নিয়েই এখন আমি
আর অনুতাপ করিনা।
আমার জীবন,
আমার সুখ
আমার প্রেম
আজ থেকে শুধুই আমার আমিতে
শূন্য থেকেই না হয় শুরু হোক আবার।