অনুভূতির যে জানালায় পুরোটা সময় জুড়ে থাকো  
সেখানে অন্য কারো অনুপ্রবেশ কখনোই ঘটেনা!  
প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে লেখা "প্রবেশ নিষেধ"
মাঝে মাঝে আমি নিজেও পারিনা ওখানটায় যেতে  
কী আশ্চর্য! আমারও প্রবেশাধিকার নেই।
আমার আমি জুড়ে সম্পূর্ণ তোমার আধিপত্য!
কী বিশাল রাজত্ব তোমার, এই হৃদ-আকাশে
কী তুমুল উল্লাসে ছুটে বেড়াও, ভেসে বেড়াও!
হয়ে যায় রোদ, বৃষ্টি কিংবা মেঘ খেয়াল খুশিমতো।  
আর আমি!অবাক হই, বিস্মিত হই।
উদভ্রান্তের মতো ছুটতে থাকি দিগন্ত থেকে সমুদ্র
উৎকন্ঠা আর অস্থিরতায় খুঁজতে থাকি পাসওয়ার্ড
যে পাসওয়ার্ড দেবে তুমি অব্দি পৌঁছার মসৃণ পথ।
যেখানে তোমার ভালোবাসার
লন্ডভন্ড হচ্ছে আমার দিনরাত।  
সিডর কিংবা সুনামীর মতো তুমি
বারবার আছড়ে পড়ছো হৃদয়ে
কিন্ত হায়!
পাসওয়ার্ড মেলে না কিছুতেই।
নিজেকে অপরিচিত মনে হয়,
চেনা আয়নার অচেনা আমি
তবুও সেই অনুভূতি অব্দি পৌঁছাতে পারি না কিছুতেই।
পাসওয়ার্ড হারিয়ে আমি নিজেকে আবিস্কার করি তোমার মাঝে।
আমার অস্তিত্ব জুড়ে তোমার অবাধ বিচরণ
দখল করে রাখে আমার সবটুকু।
ক্লান্ত হয়ে একসময় নিজেকে তোমার কাছেই সমর্পণ করি
আর একসময় ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজতেও ভুলে যাই।