কালের আহবানে আবারও কাল বৈশাখী,
অবিরত বৃষ্টির ফল্গুধারা...
হৃদয় কাঁপানো চৈতালি সমীরণে
আমি অনুরণিত ক্ষণে ক্ষণে।
বাতাসের তীব্র ঝাপটায়
নিভু নিভু আমার প্রদীপ।
ভিজা কাকের গোঙ্গানির শব্দে,
তৈরি করে যেন ঘুম পাড়ানী গান।
পিছু তাড়া করে
খেক শিয়ালের চোখ রাঙ্গানি।
বৃষ্টির নেশায় মাতাল হয়ে
অবিরত বিষণ্ণ বোধ করি।
যদিও এখন আমার জানালায়
বৃষ্টি ঝরে না,
ঝরে কেবল চোখের গহীনে ।
প্রতি ভোরেই মেঘের তীব্র হুংকারে
আমি জাগ্রত হই,
শুধু জাগ্রত হয় না
আমার পোড়া মন।