তোমার প্রিয় কবিতা হতে ইচ্ছে করে খুব!
যে কবিতা তুমি ভুল করে লিখেছিলে কোন এক ভুল প্রহরে।
প্রগাঢ় মমতায়, উষ্ণ ভালোবাসায় যে কবিতা তুমি লিখেছিলে-
আজ তা বড্ড অবহেলায়, অনাদরে পড়ে আছে, মনের কোণে।
সে কোণের খবর আজকাল তোমার আর নেয়া হয় না।
সে সুযোগই তোমায় দেয় না সময়।
তুমি পড়ে থাকো নিত্যদিনের চাওয়া পাওয়ায়।
এখন আর খুব একটা কবিতাও পড়ো না জানি।
তবুও তোমার কবিতা হতে ইচ্ছে করে ভীষণ!
সেলফে ধুলো জমে পড়ে থাকা মলাটহীন কবিতার বইটি,
নির্লিপ্ত তাকিয়ে থাকে তোমার দিকে
প্রতিদিন অপেক্ষায় প্রহর সাজিয়ে...
যদি কোন এক অনাহুত দুপুরে তুমি ভুল করে হাতে তুলে নাও...……!
সযত্নে ধুলো সরিয়ে পাতা উল্টাও....………!
যদি আঙুলের স্পর্শে ছুঁয়ে দাও প্রতিটি শব্দ....!
তোমার চোখ আটকে যায় কবিতার শিরোনামে…..!
যদি ভুল করে তুমি পড়ে ফেলো তোমার প্রিয় কবিতার কয়েকটি লাইন.......
মনে পড়ে যাবে, সেই ভুলে থাকা ক্ষণ ,
কত কিছুই ছেড়ে এসেছিলে!
যে কবিতা লিখতে সব ভুলেছিলে এমন কি নিজেকেও......!
সেই কবিতা হতে ইচ্ছে করে।
এলোমেলো শব্দে বোনা আবোল তাবোল সেই কবিতার
প্রতিটি অক্ষর সাজানো প্রগাঢ় ভালোবাসায়...
তেমনি ভালোবাসার উষ্ণতায় জড়ানো
তোমার প্রিয় কবিতা হতে ইচ্ছে করে ভীষণ।