যে তুমি আসার কথা ছিলো, এলে না।
সূর্য ডুবলো রক্তপাতে,
দিন ঘনিয়ে সন্ধ্যে হলো।
প্রতীক্ষাতে প্রহর গেলো
আঁধার বুকে রাত্রি এলো।
একলা আকাশ শূন্য হলো,
যে তুমি আসার কথা ছিলো,
এলে না, তুমি এলে না।
অপেক্ষাতে বুকের ভিতর কাঁসরঘন্টা
খড় তাপে পুড়ছে হৃদয়।
মৃত নদীর জোয়ার ভাটা
মনের ভেতর উথাল পাথাল।
গহিন বনের মাতাল হাওয়া
কাঁপছে কেবল, কাঁপছে কেবল
যে তুমি আসার কথা, তুমি এলে না।
তুমি আসো না।
দুয়ার জুড়ে তৃষাতুর চোখ
জলের ফোঁটায় বৃষ্টি বাদল।
জ্বলতে থাকা ধূপকাঠিটা
গন্ধে আঁকে সুখের আদল।
আশায় আছি ডাকবে কাছে,
জড়াবে আমায় আলিঙ্গনে
খাঁ খাঁ করা মন নদীটা
উঠবে জেগে নব্য জলে।
প্রতীক্ষা তাই প্রহর জুড়ে
সমুক্ষে সে ভাসে না।
যে তুমি আসার কথা ছিল, এলে না।