এই শীতকালীন রাত্রির কাছে,
আমার অগণিত স্তব্ধতার ঋণ।
তবুও গোপনে পুষেছি বেদনা।


তবুও একাকী হয়েছি,
যেভাবে চাঁদ হয় রোজ,
অনর্গল জোসনা বাড়িয়ে
নিঃসঙ্গ রাত্রিকে করে আলিঙ্গন,
সেই অগনিত জোসনার কাছে
আমার অজস্র ঋণ।


তবুও একাকী হয়েছি,
নিঃশব্দে ঝরে পড়া শিশিরের মতো,
ঘুমন্ত ঘাসের বুকে খুব গোপনে
ফেলে যাওয়া অশ্রু বিন্দু,
সেই অগণিত শিশিরের কাছে
আমার অবারিত কান্নার ঋণ।


তথাপি জানি....
এই শীতকালীন রাত্রি শেষে,
এক অফূরান রোদ্দুর
তোমার গাল ছুঁয়ে নেমে যাবে।
আর তোমার গাল ছুঁতেই
হৃদয়ের থৈ থৈ বিষাদ গুলো
টুপটাপ গিলে খায় মৃত্যু।