দিন শেষে সবাই ফেরে, ফিরতে হয়,
নির্জনতার কাছে, একাকিত্বের কাছে।
দিন শেষে সবাই ফিরে যায়
নিজের কাছে,
বাধাধরা নিয়মের কাছে।
যারা যায় তারা কি সত্যি পারে?
মাড়িয়ে যেতে অপ্রিয় গল্পগুলো।
পারে কি উপড়ে ফেলতে চোখের গর্ভে আঁকা স্বপ্নগুলো!
তবু চলে যেতে হয়, দিন ফিরে যায়
কালের আগ্রাসী হাত ছিনিয়ে নেয় ইচ্ছেগুলো
ছিনিয়ে নেয় তোমাকে ও
আমার কাছ থেকে।
তুমি চলে যাও, ফিরে যাও।
চোখের জলও একসময় শুকিয়ে যায়; হয়ে যায় মাঠ,
স্বপ্নেরা উড়ে যায় ছন্নছাড়া জোনাকি হয়ে।
জানালার চৌকাঠ জেগে থাকে
নক্ষত্রহীন আকাশের মত,
অন্ধকারে স্নান করে ভাঙা চেয়ারের মতো জীবন।
বর্ণহীন, ছন্দহীন, শব্দহীন, উচ্ছাসহীন।
দিনের শেষে তুমিও ফিরে যাও,
রেখে যাও দীর্ঘ দূরত্বরেখা।
জেনে রেখো...
দূরত্ব কেবল দূরত্ব জন্ম দেয়,
কাছে আসার সেতু চূর্ণ করে
ঘুচিয়ে দেয় সান্নিধ্যের আকুতি।