আমার আকাশে,
এক তেজদীপ্ত সূর্য তুমি।
সকাল থেকে মধ্যাহ্ন, মধ্যাহ্ন থেকে অপরাহ্ন
ভীষণ দাপটে দৌড়ে বেড়াও।
আমি কেবল -
প্রেমিকের হৃদয় থেকে দহন নিয়ে
নিজকে সেই দহনে জড়িয়ে
হয়ে উঠি দীপ্তিময় নারী।
গোধূলীর শেষ আলোতে,
তুমি হয়ে যাও অস্তগামী।
আমি তোমাকে আবিষ্কার করি
রুপালি নক্ষত্র ভরা রাতে
মোহময়ী চাঁদের আলোয়।
সেই রৌদ্র দহনের কবিতাগুলো
কেবল শুধু জমা করে রাখি-
কোন এক জোছনামুখর রাতে,
জোনাক অলংকারে নিজেকে
সাজিয়ে
তোমার হাতে তুলে দেব বলে।
তোমার স্পর্শ চাই হাতের করতলে,
বৃষ্টি ফোটার মতো;
যেমন বৃষ্টি যাচে তৃষ্ণার্ত তরু
ঠিক তেম্নি ভীষণভাবে-
ভীষণ ভাবে চাইছি চোখের কোণে অস্তিত্বের উপস্থিতি।
খুব অবচেতনে....
আলিঙ্গন করবো বলে পেতেছি বাহুডোর।
এক জীবন শূন্যতা পান করার আগেই
তুমি টুপটাপ ঝরে পড়ো মনের কার্নিশে
হয়ে যাও বিরহী তরল।