এক আকাশ মেঘ মাথায় নিয়ে
আমরা সেদিন একসাথে বৃষ্টিতে ভিজেছিলাম।
মনে পড়ে তোমার!
মনে আছে একবার তুমুল বৃষ্টি নেমেছিল।
সারাদিন সে কী বৃষ্টি....
গর্জন, হুঙ্কারে চারপাশ মাতিয়ে
ঘন অন্ধকারে প্রবল বর্ষণ।
চারদিকে থৈ থৈ বিষাদ।
যেন কোনো দুঃখিনী নারী অঝোরে কেঁদে চলেছে।
সমস্ত শহর জুড়ে শুরু হয়েছিল জলমাতোম।
অলিতে গলিতে ঝুমঝুম নূপুর বাজিয়ে চলেছে।
সব কিছু পণ্ড হলো এই বৃষ্টিতে।
অফিস, সভা, সমাবেশ, বন্ধুদের আড্ডা,
প্রেমিক প্রেমিকার দেখা হবার সম্ভাবনা....
সব.... সব কিছুই....
জনশূন্য রাস্তা একাকী আনমনে....
হঠাৎ আলোর ঝলকানিতে অস্পষ্ট
কিছু অল্পবয়সী ছেলে মনের সুখে কাদা ছুড়াছুড়ি করে খেলছিল।
বৈদ্যুতিক তারে বসা দুটো কাক নিরাপদ আশ্রয়ের সন্ধানে অসহায় উদাস
কয়েকটি গাছ অবাধ্য নারীর মত
চুল ছড়িয়ে মনের সুখে ভিজতে থাকলো আঙিনায়।
কিছু মানুষের আনাগোনা রেইনকোট গায়ে,
নির্দিষ্ট গন্তব্যের পানে
কিছু রাস্তার ধারে চায়ের দোকানে।
জীবনের খুঁটিনাটি সব দুঃখবোধ, বিবিধ সমস্যা......
আনন্দ বেদনার কাব্য লেখা,
প্রাপ্তি পূর্ণতার খেরোখাতা
কোন কিছুই ছুঁয়ে যায়নি আমাদের
কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল।
আকাশের অন্ধকার বর্ষণের অনুরোধে আমরা
হৃদয়ের অক্ষর বুনে চলেছিলাম।
সেদিন আমরা সারাদিন বৃষ্টিতে ভিজেছিলাম।