যে রাতে পেঁচারা নিঃশব্দে,
আঙিনায় আসে --
উত্তরের মৃদু বাতাসে
ঝরে পড়ে হলুদ পাতারা....
সে রাতে তুমি হেঁটে চলে যাও
স্বশব্দে আমার ভেতর দিয়ে...


আমি কান পাতি,
অথচ!
কী শব্দহীন পৃথিবী!


আর নেপথ্যের হাহাকার!
অন্ধকার বলয়ে আমি একা,
নিঃসঙ্গ...
যে প্রশস্ত পথের সন্ধানে তুমি এগিয়ে যাও
সামনের দিকে;
সেখানে শুধুই প্রলয়ের আঁধার!
আমি নিশ্চিত
তুমি আর এগোতে পারবে না!
অন্তত আমি তোমাকে
নিশ্চয়তা দিতে পারি; আমার প্রলয়ের আঁধার
তোমার পথ রোধ করে দাঁড়াবে না।


তবুও আমি কান পাতি,
অথচ!
কী শব্দহীন পৃথিবী!


আচমকা,
এক মধ্য দুপুরে আবিষ্কার করি,
এক অস্তগামী সূর্য।