তোমার কাছে এলে আমি এলোমেলো হয়ে যাই
আমার থাকে না কোন বোধ, কোন বুদ্ধি
তোমার কাছে এলে আমি নিজেকেই ভুলে যাই
এই বয়সে আমি হয়ে উঠি ষোড়শী কিশোরী।
চিরাচরিত স্বভাব ভুলে আমি হয়ে যাই চঞ্চলা পাখি
ভীষণ উড়ে বেড়াই, ভেসে বেড়াই ভালবাসায় বিভাবরী।


তোমার কাছে এলে আমি এলোমেলো হয়ে যাই
যে কষ্ট গুলো তোমায় ছুঁয়ে যায়,
সেগুলোকে আমি আগলে রাখি পরম মমতায়
যে দুঃখগুলো অশ্রু হয়ে ঝরে তোমার চোখে,
তাকে দু'হাতে ধরে আদ্র করি আমার ওষ্ঠযুগল।
তুমি যদি বুঝে ফেলো, যদি কষ্ট পাও...
এই ভেবে তোমাকে বলিনা আমার হৃদয় জুড়ে
শুধু তোমারই নাম.....
তাকে আমি ছুঁড়ে দেই বৃষ্টির জলে
বৃষ্টিতে ভিজতে ভিজতে সে হৃদয় হয়ে উঠে সবুজ উদ্যান
সব ভুলে আমি আবার তোমার কাছেই ছুটে যাই
আর তোমার কাছে গেলেই আমি এলোমেলো হয়ে যাই
আমার কথারা এলোমেলো হয়ে যায়
বলতে চাওয়া কথাগুলো গুছিয়ে বলতে পারি না, সব এলোমেলো হয়ে যায়।
সাজানো কথার রাজ্যে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি।
আমার অন্তরাত্মা আমাকে বিদ্রুপ করে।
খোলা আকাশ, প্রসারিত পথ, উদ্ভাসিত সমুদ্র, গভীর অরণ্য....
সব কিছুই আমাকে বিদ্রুপ করে।
এমনকি তুমিও।
মাঝে মাঝে তোমার রাগও হয়।
তুমি আড়াল করো নিজেকে আমার কাছ থেকে।


তবুও আমি তোমার কাছেই ছুটে যাই
আর তোমার কাছে যেতেই আমি এলোমেলো হয়ে যাই।