সমুদ্র দেখেছো?
প্রচন্ড মুগ্ধতায় আচ্ছন্ন করে যে!
প্রত্যেকটি ঢেউ যখন স্বর্গীয় শব্দে রুপান্তর হয়।
তবে,তার সুন্দর্য্য তার নোনা জলে চোখ জ্বালা করার আগ অব্দীই!


পাহাড় দেখলে অদ্ভুত মনে হয় সৃষ্টিকে,
অতপর,কিছুদুর বেয়ে উপরে উঠার পর সেই অদ্ভুত অনুভুতি বিরক্তিতে পরির্বতিত হয়!


জানো?
তুষাড় শুভ্র ধব ধবে সাদা পটভূমির চাইতে বেশি আকর্ষিত কিছুই হয়তো নেই।
কিন্তু,হিমাংকের নিচে তাপমাত্রায় জমাট বাঁধার চাইতে বেঁচে থাকাটা বেশি জরুরি হয়ে দাঁড়ায়!


সন্দেহাতীত ভাবে,
পৃথীবির সব সুন্দর অনুভুতির সাথেই
আমার বা আমাদের বৈর সম্পর্ক
যেমন তুমি কিংবা তোমরা।