এই যে মধ্যরাত
ঘড়ির কাটা ১টা ছুঁই ছুঁই!
আমি বাতি জ্বলা হাইওয়ের দিকে,
বিরতিহীন ভাবে তাকিয়ে থাকি প্রায়সই।


সম্পূর্ণ শহর যখন আচ্ছন্ন তন্দ্রায়।
এই রাস্তাটা জেগে উঠে আচমকা,
তার ক্লান্তির বর্ণনায় মুখরিতো হয়ে উঠে।
‘আমি বিষ্ময়ে শুনি তার কলরোল যেনো আমাকেই বলছে’!


পর্দার ওপারের মেয়েটা,তুমি কি জানো?


আমি প্রতিদিন সাক্ষী হই কিছু সুন্দর সময়ের,কিছু প্রণয়ের কিংবা স্বর্গীয় অনুভুতির যখন তারা ছুটে চলে আমাকে মাধ্যম করে।


আমি প্রতিদিন টের পাই কিছু হৃদয় ভাঙা শব্দের তারা কতো অবলীলায় কান্না লুকায় পৃথীবির বাহ্যিকতা থেকে যখন তাদের গতীহিন গন্তব্যে
ছুটে চলে নিজস্ব গতীতে।


আমি প্রতিদিন কিছু মুমূর্ষ মানুষের অবলম্বন হয়ে দাড়াই যারা প্রচন্ড আশা নিয়ে আমাকে আকড়ে চলে বেঁচে থাকার চেস্টায়।


পর্দার ওপারের মেয়েটা,তুমি কি জানো?


আমি প্রতিদিন কিছু বাধ্য হয়ে বেঁচে থাকা মানুষের পথচলা হই যারা প্রকৃতিতে প্রচন্ড বিরক্ত।