রক্ত দিয়েছে স্বাধীনতা তোমার
কেনো বীর্য লিখছে ইতিহাস?
তুমি পুরুষ তুমি যোদ্ধা
বীরত্ব রণক্ষেত্রে কেনো নিষ্ঠুরতা যোনিদেশে!

তুমি পুরুষ তুমি ভালোবাসা
তুমি সম্মান,আশ্রয়!
তুমি পুরুষ তুমি প্রেম
তুমি গর্ব,অহংকার!


কেনো পুরুষ তুমি হায়না?
কেনো তুমিই মানুষখেকো?
কেনো পুরুষ তুমি ঘৃনা?
কেনো তুমিই অন্ধকার?

প্রিয় পুরুষ
ফিরো সম্মানে গড়ো প্রতিরোধ
তুমি আশা,তুমি আলো!
ভাঙো নিশ্চুপতা করো প্রতিবাদ।