ক্ষীণ ক্ষন শেষ হইয়াছে তব মোর;
ত্যাগ বরি স্বজ্ঞানে, আত্মা কাঁদে নিভৃতে
স্বীয় অন্দর ছাড়ি চলিলাম বন্দর-
রুগ্ন চিত্ত মোর, ফুটিবে কী এ ধরিত্রে !
নিত্যই ছাড়িছে কেহ আবাস, অন্যত্রে
ছাড়িছে সেই চেনা বায়ু, চেনা অম্বর।
কী রহিবে? মায়াময় তাহার বিবৃতে
যে ছাড়িছে সব মায়া, তাহার অন্দর?


আসিব কী মোরা ফিরি ঘরে, কোনো কালে?
পুণঃরায় ত্যাগ বরিব, এ ধরা থেকে
নিজ স্রষ্টার নিকটে, আধারে নিভৃতে-
যদি কখনো আর না ফিরি স্বীয়বাসে ।
যাহারা রহিবে, তাহারা রবে অস্থীরে
অজানা হালে, ঘুমিয়ে রহিব কবরে!


                                 -  ২০ই জানুয়ারী ২০২৪ (ইংরেজি)
                                    ( সনেট)