আজি এ বাগানে ফুঁটে আছে শহীদের রক্তের ফুল সকল প্রান্তে
রাঙিয়ে দিয়েছে তারা এ দেশের মাটি, তাজা রক্তের স্রতে
করেছে স্বাধীন এ দেশ, আনিয়াছে নতুন মুকুল
বিলিয়েছে তাহাদের প্রাণ, নিয়াছে শত্রুর প্রাণ নিজ হস্তে !


দেখো দেখো আজ এ গগনে তাহাদের নাম আছে লেখা
গাছের পরতে পরতে পাখিরা গাহে তাহাদের শ্লাঘা
নিয়নে-নিরবে দেশবাসী করে প্রার্থণা, করেনি অবহেলা-
হে শহীদগণ, করেনি অবহেলা তারা, করেনি সে ত্যাগকে অবহেলা !
সেই রক্তের দাম হিসেব করে এক ছোকড়া, কেটেছে কত বেলা
পায়না সে কুল, কীসে করিবে হিসেব? মূদ্রায়?
কাটেনা তার দীর্ঘ এ অবেলা !


আজ কী এ দেশের প্রতি ভূ-খন্ডে লালিত মায়ের সন্তান
শুনে বড় হয় শহীদের রীরত্বমাখা খচিত জীবণ বৃত্তান ?


রঙ মাখা মুখ নিয়ে শিশির ভেজা এ বাতাসের বেগে
কোকড়া চুল গুলো উড়িয়ে, নিমগ্ন হয়ে রবের দরবারে
কেহ কী করিবে প্রার্থণা ?
তাহাদের বীরত্ব মাখা ত্যাগকে করিবে কে স্বরণ ?
কাহারা করিবে তাহাদের ন্যয় আজ মৃত্যুকে বরণ ?


আজকের নবীনরা, আসিবে দলে দলে
তবে কী জানিবেনা-শহীদের রীরত্বমাখা খচিত জীবণ বৃত্তান ?


------------------------ ১৮ ডিসেম্বর ২০২৩ ইংরেজি !