তবু নরের মস্তকে কেশর গুলো
            উড়িতে পারে সম্মুখে
তবে নরের পদক, হস্তগুলো
            যাইতে পারে দুর্গমে
সেই নরের হৃদয় হরন করে
            যতন দিয়া কোন লোকে!


                    মানব মনে
                    কিসের সানে!


অগ্রভাগের রশ্মি আহ্বাহে তারে ভুল রাহে
ছন্দ গাঁথে কোন সে লোকে
মানব হৃদয়, ছলন নাহি ধরতে জানে


তবে মানব মনে উড়িয়ে চলার বাসন জাগে
তবু সে ঘরের দোরে, ঠিন হইতে
কতক গভীর গর্ত করে!


      সে কোন লোকে
      সে কোন লোকে?


নরের মনে দিচ্ছে দোলা
মন্দ রাহে বুক বিলতে,


     সে কোন লোকে
     সে কোন লোকে?


উড়াল দেয়া পাখির ন্যায়ে
উড়তে বলে,
কদম তাহার শূন্যে ভেসে


তবু ঘর্ম নরের দেহ ভরে
                     কিসের তরে?
তবে ছুটছে মানব কিসের পানে
কোন সে লোকে মদত দানে?


এত সমর, এত জনম কোন ফলে
রুদ্ধ শ্বাসের বহ্নি হাতে কোন ছোটে,
তবে মানব মনে, ছলন নাহি ধরতে জানে
তবে মানব জনম, বিলবে সে মিছে পথে


মানব চোখে                মানব মনে
       কিসের তরে ভুলায় তারে?
আবির মাখে               সে লোক জানে
       মানব, ছলন বুনতে পারে
শূন্য থানে                   মানব নামে
      ভূমির মাঝে, জনম মিলে
সে কোন লোকে          ছলন জানে
      নর’রে টানে কিসের পথে


            নাহি সর্গ মিলে
            নাহি সর্গ মিলে


কবে তারা আসবে ফিরে,
মনোনীত প্রভুর রাহে?
মদতের মন্দ লোকে,
কবে নরে তাড়াবে তারে?


তবে নরের মনে, আলোক রেখা ফুটবে কবে?
কবে সে বুঝবে পরে, এক লোকে তারে ছলন করে


আমি এক আলোক দিবস দেখছি চোখে
মানবেরা সব আসছে ছুটে, প্রভুর পানে-
                   এতদ ভুলেরে মকুব চাহে।