উচ্চ রক্তচাপের রোগী
হাটাহাটি করে সন্ধ্যায় ও প্রাতে
ডায়াবেটিস এর রোগীও তাই-
খোলা মাঠে।
ডায়েট কন্ট্রোল তো আছেই
সাথে দু-বেলা ক্যাপসুল আর বড়ি।


চন্দনা নদীর তীরে
উত্তর পাড়ে
চমতকার তোমার হাটাহাটির জায়গাটা
আসলে মুশকিল হল সময়টা
বেছে নিয়েছ সকাল দশটা
রোগটা বোধহয় অন্যরকম!
দুশ্চিন্তার কিছু নাই
শোন-
যা খুশি
যত পার খাও।
সপ্তাহে চিঠি লিখবে সাতটা
মাঝে মাঝে দু-একটা কবিতা
দেখবে সেরে যাবে সব।


সাবধানতা-
দেখা করতে বলবে না যখন তখন।
সপ্ন দেখলেও রাতের প্রথম ভাগে
শেষরাতে একদম না,
পূর্ণদৈর্ঘ রঙ্গীন হলে আরও মুশকিল।


২৯-০৫-৯৪