একজোড়া চোখের অভাবে,
পৃথিবীতে কখনোই আর নেমে আসেনি মহা প্লাবন।


আমরা হৃদয়হীন,
সময়ের রৈখিক হওয়া তাই যৌক্তিক;
প্রিয় গান আর প্রিয় মানুষের মাঝে,
পার্থক্য মাত্র কয়েক ইঞ্চ,
তাই, দুজনকেই প্রত্যাখ্যান করি।


একজোড়া ঠোঁটের অভাবে,
পৃথিবীতে তিনি পাঠাতে ভুলে গেছেন ভালবাসা।


আমরা নৈর্ব্যক্তিক,
উষ্ণতা খুঁজে বেড়াই,
সম্পর্ক আর টানাপোড়েনের মাঝে;
একটি ধূসর বিন্দু বিভেদ ঘটায়,
আলো আর অন্ধকারে।