হৃদয়ের ভার হয়ে যাওয়া থেকে বুঝি,
অতীত অত্যন্ত নিষ্কর্মন্য, অদ্ভুতুড়ে দর্শনে তারা হাসতে থাকে–নিরন্তর–নিরবিচ্ছিন্ন;
এই রাত বড্ড সেকেলে,
শ্লীলতার দোহাই দিয়ে বেঁচে আছে
আর কতকাল? অনুভূতি নগ্ন হওয়া উচিত।
আপনারা যারা হেসে এসেছেন, আপনারা কি সুখী?
দেয়ালে দেয়ালে ফ্যাকাশে শ্যাওলার মতো
প্রশ্ন গজিয়েছে – উদ্ধার করুন।
আমরা যারা জানি–পৃথিবীর ধর্ম থেমে থাকা নয়,
তারা সবাই দিব্যি বেঁচে আছি অতীতে; এই পৃথিবীর
সকল ব্যথা–এই হৃদয়ে;
আকস্মিকতায় ডুবে কেটে গেছে অনন্তকাল
দূরবর্তী নক্ষত্রের হৃদয় তাই জমে গেছে শীতল স্তব্ধতায়;
নরক ভ্রমণ সুপ্রসন্ন হোক।


অথচ আজও কাগজে-কলমে,
আমি সেই প্রতিশ্রুতি,
যা কিছু এক ও অদ্বিতীয় সত্য,
তা থেকে অনাকাঙ্ক্ষিত এক বিচ্যুতি।