হৃদয় ভেঙে যায়, পাথরে ঠুকে ঠুকে
মাথার উপর ছাউনি কেবল ব্যাঙের ছাতা
নক্ষত্র ডুবে যায় কৃষ্ণগহ্বরে ;
মরে যেতে হবে বলেই ছায়ারা মরে যায়।


এই দিন, এই রাত, এই সময়, এই বিরোধ,
সবকিছু কেমন ভাসা-ভাসা – আমাদের মতো
আমরা শুনেছি বৃষ্টিস্নাত দিনের আর্তনাদ,
আমরা জেনেছি শুভাকাঙ্ক্ষীদের আঁতাত।


তবু, হুটহাট চেতনা ভেঙে পড়ে পৃথিবীতে
পৃথিবী তাড়িয়ে দেয় অন্য পৃথিবীকে ;


সেই মেঘাচ্ছন্ন মনের মত মোম প্রয়োজন
আগুনে ঝাপ দিয়ে পতঙ্গের জীবন পূর্ণ করি।
ডেকে যাই অনিশ্চয়তায়, রোদেলা কামুক দিনে
পরাবাস্তব হৃদয় আজ জর্জরিত ঋণে।


পাখির আত্মা বুকে নিয়ে উড়ে চলি দ্বিধাহীন
দ্বিধায় অনুপ্রাণিত হৃদয়, ধূসর রঙে রঙিন।
দাবানলের গভীরতা বোঝেনা দূরের আকাশ ;
আকাশ মাথায় ভেঙে পড়ে চাইছি অবকাশ।


এখনো, হুটহাট চেতনা ভেঙে পড়ে পৃথিবীতে
পৃথিবী হারিয়ে ফেলে অন্য পৃথিবীকে ;