কানের কাছে এসে ফিসফিসিয়ে
জানিয়ে গেছ কতটা অকর্মণ্য আমি
এখন পৃথিবী জুড়ে খুঁজি শুধুই বৈধতা,
মুগ্ধতার আড়ালে দেখি লোভাতুর চোখ,
অজ্ঞতাই সকল সুখের মূল।

আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি
স্বীয় বদনে; থেকে থেকে কেঁদে উঠি অপূর্ণের হতাশায়,
আমায় কেন বলতে গেলে আমি এতটা নিষ্কর্মা।

ভালোবাসা সে বুঝিয়েছে বুঝি?
এখানে কি ভালোবাসা ছিল না?
এখানে তোমার মন পড়ে পরীক্ষায় তুলিনি সর্বোচ্চ নম্বর? এখন সব মেকি জ্ঞান কর, এখন সবই যেন অনাকাঙ্ক্ষিত অনুভূতি, অথচ তোমার চোখে তখন আনন্দের এতগুলো অশ্রু দেখেছি।

ভালো থাকা বুঝে গেছ শুনেছি।
তোমার হৃদয়ে যে বরফ জমেছিল তা নাকি ঐ বিশেষ তাপমাত্রাতেই গলে শুধু, আর আমি ভেবেছি প্রখর রোদে তুমি বড্ড অভিমান কর, উষ্ণতার প্রলেপে তোমার গালে জমে রাগ, ছায়া দিয়ে তোমায় ঘিরে জমেছে জনম জনমের মতো পাপ৷

এভাবে নয় ওভাবে ভালোবাসো
এ-পক্ষ আর ও-পক্ষে বেজায় দ্বন্দ্ব
আত্মগ্লানি আর আত্মসঙ্গমের মাঝামাঝি কোথাও আঁটকে থাকি তোমার বদৌলতে।