নিয়তি ভুলে অসহায়ের মতো ভালোবেসে যাও
প্রবল উদ্দীপনায় আমাকে উৎযাপন কর,
যেভাবে মানুষ পা কাটে পঁচা শামুকে,
যেন তোমার সমস্ত ধ্যানজ্ঞান এখানেই;
আমাকে বুঝতে দিও না একা থাকার জ্বালা
প্রচন্ড কষ্ট সত্ত্বেও আষ্টেপৃষ্টে আগলে রেখ,
যেভাবে তীর ঘেঁষেই বারবার তরী ডুবে,
যেন তোমার হৃদয়ে অপূর্ণ প্রলয়।
ভুলিয়ে দাও নিস্পৃহতা, রোদে দেখি ছায়া
এমন বিদঘুটে নিরবতা, রাতে নেমে আসুক মায়া
মৃত্যুর মতো, মৃত্যুই হয়তো।
অসুস্থ চোখে আমি যেন হই ঘোর
মাতাল সময়ে আমার স্মরণে তীব্র মৌতাত
সুখের সাগরে ভেসে থাকা ডিঙিটাও আমি
তোমার মন ও শরীরে এঁকে দিব চোরাবালি।
শান্তি দেব না; অনেকটা সময় একাই টেনেছি, এবার আমায় পূজো কর।
জুন ২৮, ২০২৫