নিজেরে মনে হইতো স্বয়ং নার্সিসাস
অথচ আলস্যের অভাবে শূন্য পেট আর ভাসাভাসা চাহনি
আমারে পিনোচ্চিও বানাইছে,
সবার থেকে আলাদা ভাবতাম,
অথচ সবার গতরে একই মাংস আর রক্ত –
আমারে সর্বভুক বানাইছে৷


একই প্রেম, একই কামনা
একই চোখের জল, একই ক্লেশগ্রস্থ চিবুক
কই থেকে ধইরা আনি?
একই রঙ, একই জরা
একই শোক, এত আনন্দের ঝলকানি
কেমনে লুকায়া রাখি?


স্বীয় বন্দনায় বুঁদ হয়ে থাকি,
তাবত দুনিয়া ঝইলসা পুড়ুক।।


সবাই আদতে সবাই।