অথচ, সেদিন তোমার গায়ে কলঙ্ক লেপ্টে যাবার কথা
হৃদয়ে চিরস্থায়ী দাগ বসে যাবে - এমন ভাবনা কি অমূলক?
সেই হৃদয়ে অনুশোচনারও স্থান আছে, শুধু আমার ভাগ্যেই কাঁচকলা
এদিকে ভগ্নচিত্ত নিয়ে মৃত সময় পার করছি
তোমার জন্য নক্ষত্র হওয়া থেকে বঞ্চিত হয়েছি
অথবা তুমিই সে আরাধ্য নক্ষত্র?
আজ বিস্মৃতি নোংরা মানসিকতায় ঘিরে রাখে
যে প্রেমে সর্বশ্রেষ্ঠ প্রেমকাহিনী জন্ম নেয়া উচিত ছিলো –
সেই প্রেমে তা জন্ম নেয়নি
প্রেম ছিলো? দেহ? মন? এতটুকু মনে আছে বৃষ্টি ছিলো
সেই বৃষ্টি কাকভেজা না করে ছাড়েনি
কতটুকু কাছে ছিলাম? নিঃশ্বাস দূরত্বে?
অথবা বর্ষা মৌসুম যেদিন তোমার নামে উৎসর্গ করি
আমাকে কি পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর গাছ মনে হয়েছিলো?
তোমার মুখে কখনো রংধনু দেখিনি
একদিন ঈষৎ লাল রঙ দেখে রক্ত বিদ্রোহী হয়ে ওঠে
ভেবেছিলাম,তোমার মাঝে মানুষের মতো অভিমান আছে
তোমার হৃদয়ও রোমের মতো পুড়ে যায়
ভ্রান্ত ছিলাম – ভ্রান্তি নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করেছে
একদিন, আড়ষ্ট চোখ থেকে পথনাটকের সস্তা পর্দা সরে যায়
হৃদয় আমাকে উদ্বাস্তু ঘোষণা করে
আর তুমি? খুশি হয়েছিলে আপদ বিদায় হয়েছে ভেবে