স্রোতের রাণীর প্রান্তদেশে এসেছে এক তরী,
বলছে মোরে নিয়ে যাবে আমায় উহায় ভরী ।
চায় না যে মণ ছেড়ে যেতে প্রিয় সাগর তট,
বলছে তরী, নে গো বিদায় গড়তে জীবন পট ।
যেই তটেতে পেয়েছি আমি অসীম সুশিক্ষা,
বলছি আমি তরীটিকে চাই তারে ভিক্ষা ।
তরী হেসে বলছে ওগো কথা আমার শোন
তরীর বুকে উঠরে মাগো জীবন খানা বুন ।
মানছে তরী সাগর তটই জীবনের ভিত্তি,
বলছে মোরে শিক্ষা হলো জীবনের নিক্তি ।
যেতেই হবে কিন্তু আমি চায় না যেতে ছেড়ে,
বিদায় বেলায় নিচ্ছ তুমি অশ্রুফোটা কেড়ে ।
শুনছো নাকি বাজছে সেথায় করুণ বিদায় বীণ,
পারবো না গো শুধতে তোমার অকৃত্রিম সব ঋণ ।