উ ৎ স র্গঃ- মাহবুবুল হক শাকিল ভাই


অন্ধকারের ছোবল খাওয়া মানুষ
এখন তুমি রাত জাগো না কেন?
কোথায় তোমার কৃষ্ণ-কঠিন-খোলস
মৃতের মতো ঘুমিয়ে আছো কেন?
পুড়ে গেছে সুখ কবিতার খাতা
ছাই হলো সব সুখের অক্ষর।


সে যদি থাকতো তোমার সাথে
এমন দশা হতো কি হে তোমার?
তুমি নাকি সুখি ছিলে খুব?
চিন্তাজালে ধরতে প্রচুর কথা
কোথায় তোমার কথার মজুদঘর?
চুপ কেন হে বিপ্লবী-প্রেম-কবি?
পুড়ত মুখে সুখের সিগারেট
হাসতে তুমি সবুজ পাতার মতো
চলছে এখন প্রেম বিরহের নেশা
মুখটি তোমার শুকনো ঝরাপাতা।
কাঁধে তোমার উত্তরীয় কই?
খালি গায়ে ঘুমিয়ে আছো কেন?
চারদিকেতে করছে মিছিল শীত
কষ্টাগুনের উষ্ণতাতে জাগো।


তোমার লেখার ঘরে কত্তো কালো কলম
একটিতেও নাই তো কোনো কালি
সব ফুরিয়ে চুপ করে আছো তো?
কষ্ট কালির কাব্য লিখে বাঁচো।
জাগো কবি সুখের কারিগর
জাগলে তুমি বাঁচবে অযুত প্রেমিক
কাব্য তোমার স্বপ্ন দেখায় তাদের
নতুন কাব্য লিখতে করো শুরু।
তোমার সকল কাব্য-খাতা কই?
নিয়ে গেছে কষ্টের অগ্নিস্রোত?
যাক নিয়ে যাক অযুত কবিতা
সৃষ্টি হবে অসংখ্য অক্ষর।


পৃথিবীতে ছায়ার অভাব বড়!
তাই বলে কি ছায়াই হবে নাকি?
ছায়া হলে লিখবে কে কবিতা?
কেমন করে বাঁচবে প্রেমিক জাতি?
জাগো কবি মেলায় যাবে চল
আকাশ বাতাস কাঁপিয়ে আসবে সবাই
ইন্দ্রপুরীর রাণী আসবে আজ
পড়েছে সে তোমার কাব্য-প্রেমে।
পড়ে নি সে তোমার কাব্য কোনো
উঠানজুড়ে উড়েছিল তোমার কাব্য-ছাই
কণার সুভাষ ছড়ায় সুখের প্রেম
মাতাল হল ইন্দ্রপুরীর রাণী।


চলে গেছে নষ্ট প্রেমের ট্রেন
মুছে ফেলো কষ্ট-প্রেমের ধূলি
ধূয়ে ফেলো ছাই পড়া আয়না
চলো মেলায়, হচ্ছে দেরী খুব!
কার জন্যে কষ্টে মজে আছো?
যে গেছে সে যাবেই তুমি জানো
পিঞ্জরেতে আটকে দিয়ে তালা
বাজিয়ে বেড়ায় প্রেমের সুখ-চাবি।
চাবির শব্দে পাগল হচ্ছো কেন?
খুলবে না সে প্রেমের কঠিন খাঁচা
ধরবে আরো হাজার কবি-পাখি
খাঁচায় বেঁধে জড়িয়ে নেবে বুকে!


প্রেম মদিরায় মাতাল হলে নাকি
এই মদিরায় বিষ আছে তা জানো?
এই প্রেমের স্রষ্টা মাটির মানুষ
বিষ বানিয়ে মদ বলে সে বেঁচে।
চাও তো তুমি সত্যিকারের প্রেম
যাও তাহলে মেলার দিকে যাও
এই মেলাতে বসে আছে রাণী
ইন্দ্রপুরীর অমৃত এক নারী!
তুমি হবে সেই রমণীর রাজা
জেগে উঠে পাঞ্জাবিটা পড়ো
আনিয়ে দিচ্ছি নতুন একটি খাতা
মেলায় পাবে স্বর্গ-রঙিন-কলম
তবুও তুমি ঘুমিয়ে আছো কেন?
সুখ কি তবে চাও না তুমি আর?
কি হয়েছে বলো আমায় খুলে
কি! করবে না আর সুখের আবিষ্কার?