একটি সুস্থ নিঃশ্বাস নিতে চাই,
তাই- উড়ে যেতে চাই তোমার হৃদয়ে।
পৃথিবীর নষ্ট জঞ্জালে চিন্তাপাখিরা উড়বার চিন্তা করছে।
পারছে না- পারবে না- পারে নি কখনো।
আমি ভেবে রেখেছি -
তাদের উড়ানোর জন্য একখানা খোলা আকাশ বানাতে দিব।
নীল-সাদার মাঝে চিন্তাপাখিরা উড়বে, খেলবে।
ওরা হাসবে, মাঝে মাঝে না হয় কাদবে।
আমি স্বপ্ন দেখেছি-
কান্না ছাড়া চিন্তারা কখনো পূর্ণ স্বাধীনতা পায় না।
আমি একটি সুস্থ কবিতা লিখতে চাই,
লাইনগুলো হবে একবারে অনন্য,
শব্দগুলো হবে পবিত্র, শ্বাশত।
আমি আমার হৃদয়কে ধুয়ে মুছে নিয়ে
এক একটা শব্দ বের করে আনব,
ওখান থেকে, হৃদয় থেকে।
তুমি চোখ বড় বড় করে কবিতার পঙক্তি পড়ে যাবে।
আমি চুপ করে বসে অন্য একটি পৃথিবীর কথা ভাববো...
আমি একটি সুস্থ চন্দ্রগ্রহণ চাই,
আমি একটি সুস্থ চন্দ্রবন্যা চাই,
আমি একটি সুস্থ চন্দ্রস্নান চাই।
আমি একটি সুস্থ প্রেমিকা চাই-
আমার প্রেমিকা আমাকে কখনো
বলবে না "যেও না ওদিক"
নিষেধ করবে না,
চন্দ্রবন্যায় চন্দ্রস্নান করতে...