রক্তাক্ত চোখ নিয়ে প্রেমিকা কাছে আসে
মনেহয় যেন নির্মোক ছেড়ে কোনো নাগিনী এসেছে
বিষহীন অথবা অতীব বিষাক্ত নন্দিনী
খালি পায়ে জাগতিক সপ্নগুলো নিয়ে সামনে
এগিয়ে আসে আমার দিকে,
আমি অদ্ভুত দৃষ্টি দিই- সর্পের নগ্ন পদযুগলে।
অস্থির আকাঙ্ক্ষায় তার চোখযুগলে মধুর ঘোর লাগে
গিরিময় পথ হেঁটে এসেছ নাকি এসেছ উড়ে
জিজ্ঞেস করি সেই অপলকাকে।
ডানা কই তোমার ? তুমি পাখি নও?
তাহলে কি? সাপ? গোখরা সাপ?
নাকি বিষাক্ত অন্য কিছু।
নদীও তো এঁকেবেঁকে চলে,
নদী কি সাপ? গাঁয়ের ঐ পথও এঁকেবেঁকে চলে
তবে পথটাও কি বিষাক্ত।
সাগর তো প্রতিনিয়ত নদীর ছোবল খায়,তবু কেন মরে না?
আমাদের গাঁয়ের পথ ঐ বেলতলায় ছোবল খায়
যেখানে আমার সামনে এসেছে এক ষোড়শী।
ছোবল দিবে বলে অথবা ছোবল খাবে বলে!