একটি শব্দ শোনার আশায় স্তব্ধ থাকে করুণ নদী
সূর্যমুখীর শুষ্ক-ভেজা পাপড়ি ঝরে সূর্য থেকে।
পাপড়ি তবে সূর্য চোখের হলদে রঙের কান্না ঝরা?
আনৈতারা নদীর বুকে একটি শালিক ডুবতে থাকে।

কমলা-খোসা উষ্ণ দেহে জড়িয়ে রাখে হলুদ কোয়া
করুণ নদী তেমন স্নেহে জড়িয়ে রাখে শালিক দেহ।
নিঘুম চোখে তীব্র ভোরে ভ্যানগগ আসে আঁকতে ছবি।
শূণ্য সকল রঙের কৌটা, রঙের অভাব বিশ্বজুড়ে।
এসব দিনের একটি ছবি আঁকতে হবে রঙ কোথা পায়?
হলুদ রঙের কান্না দিয়ে ভ্যানগগ আঁকে সূর্যমুখী।

ভাঙতে থাকা সূর্যমুখীর চিত্র ভাসে আনৈতারায়
একটি চিঠির খসড়া ভাসে অর্ধমৃত চোখের তারায়।
অযুত-নিযুত আলোকবর্ষ দূরত্বকে ভাঙতে গিয়ে
নদীর বুকে, শালিক দেহে, মিলন ঘটে সহস্র-সুখ।
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।